এ রকম নির্বাচন হবে বুঝতে পারলে আমরা নির্বাচনে আসতাম না: মান্না

এ রকম নির্বাচন হবে বুঝতে পারলে আমরা নির্বাচনে আসতাম না: মান্না

ঢাকা, ৩০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ রকম প্রহসনের নির্বাচন হবে বুঝতে পারলে আমরা সংসদ নির্বাচনে আসতাম না।

রবিবার দুপুর ২টায় শহরের হোটেল নাজ গার্ডেনে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এত বছর পর ভোট এসেছে, মানুষের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ-উদ্দীপনা ছিলো। কিন্তু জনগণ যাতে ভোট দিতে না পারে, সেজন্য অভিনব সব কৌশল অবলম্বন তৈরি করা হয়েছে।

ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে নেই কেন-এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘সব কেন্দ্রেই এজেন্ট ছিলো। কিন্তু ভয় দেখিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ রকম প্রহসনের নির্বাচন হবে বুঝতে পারলে আমরা সংসদ নির্বাচনে আসতাম না।’

(জাস্ট নিউজ/একে/১৮৪০ঘ.)