৩০ ডিসেম্বরের নির্বাচন গণতন্ত্রের সঙ্গে উপহাস: আল জাজিরাকে মির্জা আলমগীর

৩০ ডিসেম্বরের নির্বাচন গণতন্ত্রের সঙ্গে উপহাস: আল জাজিরাকে মির্জা আলমগীর

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের সাথে ‘উপহাস’ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনকে অনিয়মে ভরা একটি নির্বাচন বলেও দাবি করেছেন তিনি। প্রভাবশালী গণমাধ্যম আল-জাজিরাকে তিনি একথা বলেন।

সোমবার আওয়ামী লীগের বিতর্কিত বিজয়ের পর তিনি একথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২৮৮টি আসন জোর করে নিয়েছে। যা সংসদের ৯৬ শতাংশ আসন।

মির্জা আলমগীর বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। নির্বাচনের আগের রাতে ব্যালট পেপার সিল মেরে ভরে রাখা হয়। দুয়েকটি আসন ছাড়া বাকি সব আসনেই এরকম হয়েছে। এটা ছিল একটা পরিকল্পিত নির্বাচন, ফলাফল অনেক আগেই ঠিক করে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরো বলেন, ভোট ডাকাতিতে সহযোগিতা করেন সরকারের বিভিন্ন সংস্থা, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আর এটি করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে।

এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি মানুষের অবশিষ্ট থাকা বিশ্বাসটা ও ধ্বংস করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, এই নির্বাচন গণতন্ত্রের সাথে উপহাস। বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরনের সুযোগটা হারোলো বলে মনে করেন বিএনপির মহাসচিব।

এমআই