ভোটের অনিয়ম তদন্তে ঐক্যফ্রন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে: আ স ম রব

ভোটের অনিয়ম তদন্তে ঐক্যফ্রন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে: আ স ম রব

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে জাতীয় ঐক্যফ্রন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে বলে জানিয়েছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম রব।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

আ স ম রব বলেন, প্রহসন ও কারচুপির নির্বাচনের বিরুদ্ধে তাদের প্রথম কর্মসূচি হচ্ছে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া। এ জন্য বিভিন্ন প্রার্থীর কাছ থেকে তথ্য নিচ্ছেন তারা। পরবর্তী করণীয় সম্পর্কে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ক্ষমতাসীনেরা সবকিছু গায়ের জোরে করছে। সাধারণ মানুষ ভোট দেখেছে। তারাই এর প্রতিবাদ করবে। সামনে কী করণীয়, তখন সেটি নির্ধারণ হবে।

তিনি বলেন, ভোটের অনিয়ম তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এমআই