লক্ষ্মীপুরে যুবলীগের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১০ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে যুবলীগের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১০ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষের ঘটনায় ২৫ নেতার নাম উল্লেখসহ যুবলীগের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সদর থানার এস আই আব্দুল আলীম বাদী হয়ে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুপমকে প্রধান আসামি করে এ মামলা করেন।

বৃহস্পতিবার বিকালে আটককৃত ১০ যুবলীগ নেতাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসারত এক যুবকের ওপর হামলা চালায় যুবলীগ নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের ওপর হামলা, সদর হাসপাতাল ভাংচুর, ৪ পুলিশ সদস্যকে মারধর ও লাঞ্ছিত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬ জন ও পরে বিশেষ অভিযানে আরো ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করে পুলিশ।

এ মামলায় আরো আসামি করা হয়েছে সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক, যুবলীগ নেতা আকিব খান, আশিক আহম্মদ, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, মিজানুর রহমান, সাইফ উদ্দিন আপলু, আলী আজগরসহ ২৫ জন নেতাকে। অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

একে/