ডা. জাফরুল্লাহর জামিন মঞ্জুর

ডা. জাফরুল্লাহর জামিন মঞ্জুর

সাভারের আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে জাফরুল্লাহসহ চার আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা করে মুচলেকায় প্রত্যেক আসামির জামিন মঞ্জুর করেন।

জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও অপর তিন আসামি হলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ-রেজিস্ট্রার গোলাম মোস্তফা। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

গত অক্টোবরে ভূমিতে অনধিকার প্রবেশ, চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

একে/