ডিএনসিসি নির্বাচন

সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন খালেদা জিয়া

সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন খালেদা জিয়া

ঢাকা, ১৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। আজই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির মনোনয়ন বোর্ড।

সাক্ষাৎকার নেওয়ার সময় উপস্থিত আছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস।

মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিন রবিবার মেয়র পদে বিএনপির হয়ে নির্বাচন করতে ইচ্ছুক পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারাই সোমবার বিকাল ৪টার আগের মনোনয়ন ফরম জমা দেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপির আগ্রহী প্রার্থীরা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সহপ্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মো. আক্তারুজ্জামান।

মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন ফরম গ্রহণ করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ। তার মতে, আন্দোলনের অংশ হিসাবে তারা নির্বাচনে যাচ্ছেন, যদিও তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে যে শেষ পর্যন্ত সরকার এই নির্বাচন দেবে কিনা।

দলের পক্ষে যাকে মেয়র প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তাকে মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন মনোনয়ন ফরম জমা দেওয়া বিএনপির আগ্রহী প্রার্থীরা।

(জাস্ট নিউজ/একে/২৩১১ঘ.)