জাতীয় সরকার গঠন করে পুনর্নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন কর্নেল অলি আহমদ

জাতীয় সরকার গঠন করে পুনর্নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন কর্নেল অলি আহমদ

সবার সমন্বয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে পুনর্নির্বাচনের আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্নেল অলি আহমদ।

শনিবার বিকেলে এলডিপি’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

অলি আহমদ বলেন, সৎ, দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এবং তারপর নির্বাচন দিতে হবে।

অলি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। মিথ্যার উপর ভিক্তি করে এ সরকার বেশি দিন টিকবে না। সরকার জাতীয় ঐক্য চাইলে রাজনৈতিক বিবেচনায় যে সব বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি এবং মামলা প্রত্যাহার করতে হবে।

কর্নেল অলি আহমেদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিলে বেইমান বলে তারা বিবেচিত হবে। উপজেলায় অংশ নিবেনা এলডিপি। ২০ দলীয় জোটের কেউ নির্বাচন নিয়ে মামলা করতে যাবে না উল্লেখ করে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে তাই নির্বাচন নিয়ে মামলা করে কোন ফল হবে না, আর করলেও মামলায় তাদের পক্ষেই রায় দিবে আদালত এ জন্য মামলা করবে না ২০ দল।

তিনি আরো বলেন, জামায়াত যারা করে তারা যদি এ দেশের নাগরিক হয় তা হলে তাদের রাজনৈতি করতে দিতে হবে। সরকার তাদের নিষিদ্ধ করে নাই।

এমআই