ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ ও মানববন্ধন আজ

ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ ও মানববন্ধন আজ

৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের ঘণ্টাব্যাপী কালোব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়াও ঐক্যফ্রন্টের সকল প্রার্থী ও নির্বাচনে ক্ষতিগ্রস্ত ভোটারদের নিয়ে আগামী ২৪শে ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচি সফল করতে জাতীয় ঐক্যফ্রন্টের সকল স্তরের নেতা-কর্মী ও দেশের সর্বস্তরের জনগণকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে। সোমবার দুপুরে রাজধানীর পুরানাপল্টন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রন্টের সমন্বয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ৩০শে ডিসেম্বর যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে তার প্রতিবাদে ৬ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া, ২৪শে ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি কোথায় হবে তা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

এমআই