সহাবস্থান নিশ্চিতসহ ৭ দফা দাবিতে ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি

সহাবস্থান নিশ্চিতসহ ৭ দফা দাবিতে ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি

 

ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা ভিসি আখতারুজ্জামান বরাবর এই স্মারকলিপি দেন।

ছাত্রদলের প্রধান দাবি, ক্যাম্পাসে ন্যূনতম সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নিশ্চিত হওয়ার পর ডাকসু নির্বাচন আয়োজন করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ভীতিহীন পরিবেশে অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্য ফিরে পেতে পারে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর হচ্ছে ডাকসু নির্বাচন। আগামী ১১ মার্চ এ নির্বাচন হবে। ছাত্রসংগঠনগুলো ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছে।

এমজে/