জামিনে মুক্ত খায়রুল কবির খোকন

জামিনে মুক্ত খায়রুল কবির খোকন

জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা কারাগার থেকে সোমবার বেলা দেড়টার দিকে মুক্তি পান তিনি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিস্ফোরক মামলায় গত ২৯ নভেম্বর থেকে কারাগারে ছিলেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। ২৯ নভেম্বর ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে যান তারা। তবে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এমআই