চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন বিএনপি নেতা সানাউল্লাহ

চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন বিএনপি নেতা সানাউল্লাহ

 

দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া চিকিৎসার জন্য ব্যাংকক গেছে। আজ বুধবার ভোরে তিনি চিকিৎসার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন। তার পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ঢাকার শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন ছেলে। সানাউল্লাহ মিয়ার তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

এদিকে মঙ্গলবার বিকালে সানাউল্লাহ মিয়াকে দেখতে তার পান্থপথের বাসায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানাউল্লাহ মিয়া। তিনি স্ট্রোক করে দীর্ঘদিন নিউরিসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। সেখানে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জেষ্ঠ নেতারা।

সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতি করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য তিনি।

এমজে/