বিভাগীয় শহরগুলোতেও গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট

বিভাগীয় শহরগুলোতেও গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকার পর এবার বিভাগীয় শহরেও গণশুনানির আয়োজন করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও তারা এ গণশুনানির উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, তারা এখন থেকে দাবি আদায়ে রাজপথে সরব কর্মসূচি দেবেন। এরই অংশ হিসেবে এবার বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বর্তমান সরকারের পদত্যাগ দাবির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ শুনানি করবে তারা। তবে এ কর্মসূচি কবে থেকে শুরু হবে, তার দিনক্ষণ এখনও ঠিক করতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

এ প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে আরও সক্রিয়ভাবে রাজপথে নামব। নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করব।’ তিনি বলেন, ‘বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সরকারকে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মানাতে বাধ্য করা হবে।

এমজে/