ডাকসু নির্বাচনে ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি হয়েছে: মির্জা আলমগীর

ডাকসু নির্বাচনে ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি হয়েছে: মির্জা আলমগীর

সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ডাকসু নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টসহ দেশের রাজনৈতিক নেতৃত্ব আশাহত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি দলের ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুণ্ডামি ও সন্ত্রাসের প্রতিবাদ করেছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি ঐক্যফ্রন্টের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

দেশের সব ধরনের নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি আজ জাতি দেখল।'

এর আগে, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরাম থেকে বহিষ্কৃত সুলতান মনসুরের বিষয়ে আইনি পদক্ষেপ, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্ম পরিকল্পনা ঠিক করতে বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। এতে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।

এমআই