খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ শুনানি আজ

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ শুনানি আজ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্য আসামির বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে এই শুনানি হবে। আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান।

এ মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। বেলা সাড়ে ১১টার পর বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ৩ মার্চ ধার্য তারিখে মামলার অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগ গঠন শুনানি হয়।

এদিকে আজ বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

এমজে/