যথাসময়ে সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি : মির্জা আলমগীর

যথাসময়ে সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি : মির্জা আলমগীর

ঢাকা, ২০ জানুয়ারি (জাস্ট নিউজ) : বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেই বিএনপি যথসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা উপস্থাপন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা জানেন নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তাদের ভরাডুবি হবে। তারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না।’

‘আমরা বলেছি, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আমরা দেব। প্রত্যেকটি বিষয়ের একটি সময় আছে। সেই সঠিক সময়েই আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির সামনে নিয়ে আসব’, যোগ করেন মির্জা ফখরুল।

শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীতে এসে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাদের বাধ্য করতে হবে সহায়ক সরকারের জন্য। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। এর আগে আমরা বারবার বলেছি, নির্বাচনের জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে। এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ চাই।'

‘কিন্তু দুর্ভাগ্যজনক হলো সরকার প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, গুম করছে, খুন করছে। আমাদের নেত্রীকে প্রতিদিন আদালতে যেতে বাধ্য করছে। আমরা এ সরকার চাই না। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে গণতন্ত্রবিরোধী সরকারকে বাধ্য করতে হবে’, যোগ করেন বিএনপির এই নেতা।

(জাস্ট নিউজ/জেআর/১৫০৫ঘ.)