একতরফা বিচারে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে : মির্জা আলমগীর

একতরফা বিচারে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে : মির্জা আলমগীর

একতরফা বিচার করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর মুক্তিভবনে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির বিরুদ্ধে কোনো মামলা মিথ্যা নয়- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আলমগীর বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গায়েবি মামলা করা হয়েছে। একাদশ নির্বাচনের আগে প্রধানন্ত্রীর সঙ্গে সংলাপে গায়েবি মামলার তালিকাও দেয়া হয়েছিল।

নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেই নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দেশের মানুষ জানে মামলাগুলো সত্যি নাকি মিথ্যা।

মির্জা ফখরুল বলেন, দেশকে রাজনীতিহীন করার মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সব অর্জন ধ্বংস করা হয়েছে।

কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ ইবরাহিমের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এমজে/