খালেদার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে : রিজভী

খালেদার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ (বিএসএমইউতে) বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা হচ্ছে না। তিনি বলেন, বিএসএমএমইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নেই।

শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। যা অত্যন্ত পীড়াদায়ক। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে বাকশাল কায়েম করতে চায়। সরকারের এরকম ঘৃণ্য চক্রান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নোয়াখালীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে আওয়ামী লীগের লোকেরা পুড়িয়ে মেরেছে অভিযোগ করে রিজভী বলেন, হত্যাকারীদের বাঁচাতে অপচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, ফেনীতে বিএনপি নেতাকর্মীরা থাকতেই পারে না। কিন্তু তাদেরকে মামলার আসামি করা হচ্ছে। তিনি বলেন, সারাদেশের মানুষের কাছে স্পষ্ট কারা নুসরাতকে পুড়িয়ে মেরেছে। তাই জনগণ কোনো মিথ্যাচারে বিশ্বাস করবে না।

রিজভী বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা আগুন সন্ত্রাসী করে যা বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। সরকার দলীয় স্থানীয় নেতারা লম্পট অধ্যক্ষের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে তিনি বলেন, নুসরাত হত্যা মামলা সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার ন্যায় রূপ নেয় কি না সে বিষয়ে জনমনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে।

সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে চাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নুসরাত যখন ওসির কাছে অভিযোগ করেছিলো তখন পদক্ষেপ নিলে তার এই নির্মম পরিণতি হত না।

তিনি বলেন, সোনাগাজীর ওসি দায়িত্ব অবহেলা করছে। তিনি নুসরাত অভিযোগের প্রেক্ষিতে কোন পদক্ষেপ না নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নুসরাতকে যৌন হেনস্তা করেছে। যা তার ধারণকৃত ভিডিওতে প্রমাণিত।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শিগগিরই নুসরাতের পরিবারের খোঁজখবর নিতে ফেনী যাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এমজে/