খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

বাংলাদেশের গণতন্ত্রের প্রধাননেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মিছিলে অন্যদের মধ্যে ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধাারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনু মো. শামীম, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ধর্ম সম্পাদক জাকির হোসেন মিজান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক শফিউদ্দিন সেন্টু, উত্তরের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদুল, রফিকুল ইসলাম মাসুম, এ কে এম আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, অমিত হাসান হাফিজ, মাহমুদুল বারী, তোফাজ্জল হোসেন, সদস্য এ বি এম মুকুল, আলাউদ্দিন জুয়েল, জসিম উদ্দিন, এইচ এম জাফর আলী খান, জেড আই কামাল, ইঞ্জিরিয়ার আতিক, বাবুল সারেং, মোকসেদ আলম আবীর, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, ডা. মো. জাহেদুল কবির জাহিদ, হাজী নুরুল্লাহ, সরদার নুরুজ্জামান, ইউসুফ পাটোয়ারী, গোলাম মোর্শেদ রাসেল, মো. মোর্শেদ আলম, ডালিম, শাহে আলম, মোহা. আবু জাফর বাদল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার হামিদ, চাঁন মিয়া সরদার, আব্দুল মান্নান শাহীন, আসাদুজ্জামান জিসান, জহিরুল হক, জালাল আহমেদ, নাসিরুল আলম, হাসান মাহমুদ লালন, মিজানুর রহমান প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাবন্দি করে রেখেছেন। ভীষণ অসুস্থ বেগম জিয়াকে কারাগারে পোকা-মাকড়ে ভরা স্যাঁতসেঁতে কক্ষে রেখে অসুস্থতার মাত্রাকে তীব্রতর করে জীবন বিপন্ন করার মাধ্যমে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে শেখ হাসিনার গভীর মাস্টারপ্ল্যান। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই দেশনেত্রীকে কারাগারে আটকিয়ে রাখা যাবে না, জনগণ কারাগারের লৌহ কপাট ভেঙে তাকে মুক্ত করবেই।

মিছিল পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ।

এমআই