২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত নিপুণ রায়

২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত নিপুণ রায়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীকেও অবরুদ্ধ করে রাখা হয়।

রবিবার ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিপুণ রায় সাংবাদিকদের বলেন, ‘ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে মহিলাদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক করছিলাম। বৈঠকের শেষ দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।’

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দক্ষিণ কেরাণীগঞ্জে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। বৈঠক শুরু হলে স্থানীয় পুলিশ বাসা ঘিরে রাখে এবং প্রোগ্রাম বন্ধ করতে বলে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে সংযত ও পেশাদার আচরণ করতে বলেন রুহুল কবির রিজভী।

এমজে/