বাজেট সমালোচকরা মানসিকভাবে অসুস্থ: হাসিনা

বাজেট সমালোচকরা মানসিকভাবে অসুস্থ: হাসিনা

সংসদে পেশ হওয়া জাতীয় বাজেটের সমালোচনাকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথা অনুযায়ী অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদসম্মেলন করার কথা থাকলেও এবার তা হয়নি। সে সংবাদ সম্মলেনে এবার বাজেট নিয়ে সমালোচনাকারীদের তুলোধুনো করলেন তিনি। সমালোচনাকারীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কিছু লোক আছে যারা মানসিক অসুস্থতার জন্য সবকিছু নেতিবাচক চোখে দেখে।

তিনি বলেন, “কিছু মানুষ আছে, যাদের মানসিক অসুস্থতা রয়েছে…তাছাড়া অন্য কিছু নয়। যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং উন্নয়ন হচ্ছে…তারা এসবের মধ্যে ভালো কিছু দেখে না। এটা এক ধরনের (মানসিক) অসুস্থতা।”

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,“আমি জানি না তারা (গবেষণা প্রতিষ্ঠানগুলো) কী গবেষণা করছে। প্রধান কথা হলো সাধারণ মানুষ এতে খুশি কি না, তাদের জন্য ভালো কিছু করছি কি না।”

শুরুতে এবারের বাজেটের বিভিন্ন দিক এবং সরকারের পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সরকারপ্রধান। পরে বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে শুক্রবার সকালে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির ‘বাজেট পর্যালোচনা’ অনুষ্ঠানে বলা হয়, দেশের মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষ নয়, যারা ধনী এবং অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগী, তারাই নতুন অর্থবছরের বাজেট থেকে সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে কিছু লোক থাকে, যাদের একটা মানসিক অসুস্থতা থাকে, তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন, তারা কোনো কিছু ভালো খুঁজে পায় না।

“যখন দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যখন দেশের অর্থনৈতিক উন্নতি হয়, সাধারণ মানুষের উন্নতি হয়, তখন তারা কোনোকিছুই ভালো দেখে না। সব কিছুতেই কিন্তু খোঁজে…।”

সিপিডি কী গবেষণা করে এবং তারা দেশের জন্য কী আনতে পেরেছে- সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, “তারপরও তাদের একটা কিছু বলতে হবে। তো সেটা ভালো… এত সমালোচনা করেও আবার বলবে- ‘আমরা কথা বলতে পারি না’। এ রোগটাও আছে। এটা অনেকটা অসুস্থতার মত।”

হাসিনা বলেন, “আমার কথা হচ্ছে, আমার সাধারণ জনগণ খুশি কি না। সাধারণ মানুষ খুশি কি না। সাধারণ মানুষগুলির ভালো করতে পারছি কি না। এটা হচ্ছে বড় কথা।”

সমালোচকদের জবাব দিতে গিয়ে একটি বাংলা কৌতুকের কথাও মনে করিয়ে দেন শেখ হাসিনা।

“একটা গল্প আছে না, পড়াশোনা করছে ছেলে, পাস করবে না; পাস করার পরে বললো চাকরি পাবে না; চাকরি পাওয়ার পর বললো বেতন পাবে না; বেতন পাওয়ার পরে বললো বেতনের টাকা চলবে না…। তো উনাদের সেই অসুস্থতা।”

শেখ হাসিনা বলেন, “যারা সমালোচনা করার তারা করে যাক, ভালো কথা বললে আমরা গ্রহণ করব, মন্দ কথা বললে আমরা ধর্তব্যে নেব না। পরিষ্কার কথা।”

বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশেই বসেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়া শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার।

জিএস/