খালেদা জিয়ার নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ই জুলাই

খালেদা জিয়ার নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ই জুলাই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আগামী ১৪ জুলাই এ মামলার শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২নং ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

রবিবার ছিল মামলাটির অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিন। কিন্তু বেগম খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি।

শুনানিতে মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূঁইয়া, আক্তারুজ্জামানসহ বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, চিকিৎসাধীন থাকায় আসামি বেগম খালেদা জিয়াকে আনা হয়নি। আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি আইনসম্মত হয় না। এজন্য শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানান তারা।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করেন।

এমজে/