জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না, হুঁশিয়ারি নজরুলের

জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না, হুঁশিয়ারি নজরুলের

সংসদ ভবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যের তুমুল সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানের পাশ করা ডিজাইন আপনার এতো পছন্দ হয়ে গেলো? সেই পাশ করা ডিজাইন অনুযায়ি কাজ করার জন্য মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে! পাকিস্তানকে তো আপনাদের এতো ভালোবাসার কথা না।’

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজকে পত্রিকায় দেখলাম, যেখানে মোট ভোটের অর্ধেক ভোট পরে নাই-সেখানে কোনো কোনো কেন্দ্রে ৯৭-৯৮ শতাংশ ভোট দেখানো হয়েছে, এমনকি ১০০ শতাংশও ভোট দেখানো হয়েছে! তাই যে যন্ত্র দিয়ে এটা যোগ-বিয়োগ করা হয়েছে, সেই যন্ত্র দিয়ে কাজ হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বগুড়ার-৬ (সদর) আসনে উপনির্বাচনের জয় নিয়ে আমরা অবাক হয়নি। কারণ ওই আসনে বিএনপির যে কেউ নির্বাচন করেছে, সেই নির্বাচিত হয়েছে।’

জাতীয় সংসদে গতকাল শনিবার দেওয়া সুইস ব্যাংকের বাংলাদেশীদের টাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, গত নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে, সেই টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে কি না-তা তিনি দেখবেন। প্রধানমন্ত্রী আপনি সাধারণ জিনিস ভুলে যান, আপনি বলবেন-আর মানুষ সেটা বিশ্বাস করবে? কিন্তু এই অর্থ বছরে কত টাকা পাচার হয়েছে, সেই রিপোর্ট তো এখনো প্রকাশ হয়নি। আর যে টাকা পাচারের প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেটা কোনো মনোনয়ন বানিজ্যের টাকা? সেই রিপোর্ট আপনারা প্রকাশ করছেন না কেনো?’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে নজরুল ইসলাম খান বলেন, গত ১০ বছরে হাজার হাজার কোটির টাকা বিদেশে পাচার হয়েছে। এটা কাদের টাকা? জনগণ ও বাংলাদেশের টাকা। এই টাকা কারা পাচার করলো, সেবিষয়ে তো আপনি কোন খোঁজ নিচ্ছেন না। আর আপনি ভয়ঙ্কর একটি রিপোর্ট দিলেন! আরে ৩০০ আসনে মনোনয়ন বানিজ্য করলে কত টাকা পাওয়া যেতে পারে?’

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্যে রাখেন।

এমজে/