ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্রদলের

ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্রদলের

ঢাকা, ২৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার সকাল ৯টায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে রমনা পার্কের গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, তানজীল হাসান, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জহিরুল ইসলাম পাটোয়ারী দিপু, নাঈম হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম জাকিউল শাহীন, নাছির উদ্দীন নাছির, হাসানুর রহমান হাসান, সোহেল সরকার, দপ্তর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ, কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহবায়ক নিজাম উদ্দিন রিপন, সদস্য সচিব সোহেল রানা, শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, সলিমুল্লাহ মুসলিম হলের সদস্য সচিব এইচ এম আবু জাফর, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম জিসান, সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব মো: সাইফ, অমর একুশে হলের সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আহবায়ক মো: করিম প্রধান প্রমুখ।

সমাবেশে সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেনে নিতে হবে। একই সঙ্গে তাদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের গড়ে তুলবে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী বলেন, সাধারণ শিক্ষার্থীদেরা যদি কোন অন্যায় করে তার শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ। যে প্রশাসন নিজের দায়িত্ব ছাত্রলীগের হাতে ছেড়ে দেয় সে প্রশাসন সাধারণ শিক্ষার্থীর প্রশাসন নয়। তারা আওয়ামীলীগ সরকারের শিক্ষাগ্রাসী এজেন্ডা বাস্তবায়নে নিযুক্ত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে দায়িত্বে অবহেলার সুস্পষ্ট কারণে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর পদত্যাগ দাবি করছি।

উল্লেখ্য, গত ২৩শে জানুয়ারি যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতার বিচারসহ ৪ দফা দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়।

(জাস্ট নিউজ/ওটি/১৬১৫ঘ.)