জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ঢাকা, ২৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার রাত সোয়া ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ছাড়াও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত পৌনে ১১টার দিকে ওই বৈঠক শেষ হয় বলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানা যায়।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে ওই বৈঠকে।

জোটের সঙ্গে বৈঠকে বসার আগে শনিবার দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয় ওই বৈঠক থেকে। আজকের বৈঠকেও আগামী নির্বাচনে জোটের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।

(জাস্ট নিউজ/একে/২৩১২ঘ.)