রাষ্ট্রীয় খরচে প্রচারাভিযান, প্রশ্ন জাগে নির্বাচন কমিশন কতটুকু শক্ত: মওদুদ

রাষ্ট্রীয় খরচে প্রচারাভিযান, প্রশ্ন জাগে নির্বাচন কমিশন কতটুকু শক্ত: মওদুদ

ঢাকা, ৩০ জানুয়ারি (জাস্ট নিউজ) : সিলেটের জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ম ভেঙে রাষ্ট্রীয় খরচে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছে। তাহলে প্রশ্ন জাগে, নির্বাচন কমিশন কতটুকু শক্ত?

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু নিয়ে প্রশ্ন তুলে মওদুদ বলেন, মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানে নেমে গেছেন। স্পষ্টভাবে নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হবে। তার এই অবস্থানে প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী। সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনি প্রচার শুরু হয়, কিন্তু প্রায় একবছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছে। এতেই বোঝা যায় নির্বাচন কমিশন কতটুকু শক্ত?

ইসির প্রতি মওদুদ আহমদ বলেন, তাদেরকে এই ধরনের সরকারি খরচে প্রচারাভিযান করা বন্ধ করতে হবে। না হলে আমাদেরকেও জনসভা করার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, আমরা আগে বলেছি, লেবেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রচারাভিযান লেবেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়। এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সিলেটে ভোট চাইছেন, আর আমরা আদালতের বারান্দায়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিলেট গেছেন। সেখানে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নৌকা মার্কায় ভোট চাই। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দুই হাত তুলে ওয়াদা করেন যে নৌকা মার্কায় ভোট দেবেন।’

(জাস্ট নিউজ/একে/১৯২৭ঘ.)