আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

এক সপ্তাহের মধ্যে আবারো দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, বুধবার ভোরে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। তারপর দেশটির এমন কর্মকা- এটাই প্রথম। বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ওনসান বন্দরের কাছে কালমা এলাকা থেকে বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৬ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দ্বিতীয়টি ছোড়া হয় সকাল ৫টা ২৭ মিনিটে। এরপর তা ২৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে জাপান সাগরে। এ সময়ে তা আকাশে ৩০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেওং কিওং-ডু বলেছেন, এর আগে যে মডেলের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বুধবারের ক্ষেপণাস্ত্র তা থেকে ভিন্ন ধরনের। তবে এতে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর ৬ দিন আগে উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এমজে/