ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান নোমানের

ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান নোমানের

সারাদেশে মহামারি আকার ধারণ করা ডেঙ্গুকে জাতীয় দুর্যোগ উল্লেখ করে তা নিয়ন্ত্রণে সব দলমতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুুল্লাহ আল নোমান।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু রোগ মোকাবিলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে নোমান বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি, এটি তাদের মন্ত্রী-এমপিদের বক্তব্যেই স্পষ্ট ফুটে ওঠেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে।

তিনি ডেঙ্গু মোকাবিলায় সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকারের প্রতি সকল দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, শেখ রবিউল আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এমআই