অগ্নিকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপির

অগ্নিকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপির

বছরের শুরু থেকে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে যাচ্ছে রাজধানীতে। কেন এমন হচ্ছে তা তদন্ত করতে নিরপেক্ষ কমিটির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে মিরপুরের রূপনগরের পেছনে চলন্তিকা বস্তি পরিদর্শন করতে গিয়ে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, রাজধানীতে কেন বারবার বস্তিতে আগুন লাগছে তা তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হলে তার শাস্তি হওয়া প্রয়োজন।

তিনি বলেন, রাজধানীতে কেন বারবার আগুন লাগছে? এই মিরপুরে কালশীতে ভয়াবহ আগ্নিকান্ড হলো। মানুষ মরলো। দগ্ধ হলো। এর আগেও আগুন লেগেছে।

বিএনপির মহাসচিব আরো বলেন, গতকালের ঘটনায় ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিঃস্ব হয়েছে। সবার বাড়ি পুড়ে ছাই হয়েছে। সকলের প্রতি আহ্বান তাদের পাশে এসে দাঁড়ান। আর এই সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।