বিএনপির নির্বাহী কমিটির সভা শনিবার

বিএনপির নির্বাহী কমিটির সভা শনিবার

ঢাকা, ২ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা করতে কোথাও পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে অনুমতি পাওয়ার কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় নির্বাহী কমিটির সভা বসবে। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সভায় সভাপতিত্ব করবেন।

জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর এই সভায় জাতীয় নির্বাহী কমিটির ৫০২ জন সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, শুক্রবার বিকাল পর্যন্ত আমন্ত্রিত সদস্যদের পরিচয়পত্র দেওয়া হবে। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এ কমিটির প্রথম বৈঠক হবে।

(জাস্ট নিউজ/একে/২২৪৪ঘ.)