রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনে যাওয়ার পরামর্শ গয়েশ্বর চন্দ্র রায়ের

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনে যাওয়ার পরামর্শ গয়েশ্বর চন্দ্র রায়ের

রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্বদলীয় টিম গঠন করে চীনে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, যদি আগেই এটা করা যেত তাহলে ছয় মাসের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব হতো।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভার আয়োজন ক‌রে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি)।

গয়েশ্বর রায় বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় টিম গঠন করে চীনে যান। চীন গিয়ে তাদেরকে বুঝিয়ে দেন যে আমরা সবাই একসঙ্গে আছি। যদি আপনারা আমাদের সঙ্গে না থাকেন, তাহলে আপনাদের অনেক স্বার্থে ক্ষতি হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা নিয়ে যদি আপনারা আগেই এটা করতেন তাহলে ৬ মাসের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে সকলকে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রোহিঙ্গা সমস্যাটা জাতীয় সমস্যা এবং একটি দেশের সমস্যা। এটি কোনো একটি রাজনৈতিক দলের সমস্যা নয়। এটি সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চিরস্থায়ী সমস্যা সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরাও শরণার্থী হিসেবে আরেক দেশে আশ্রয় নিয়েছিলাম। ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের পর আমরা নিজেরাই সে দেশ থেকে চলে এসেছি। আমাদেরকে কারও জোর করে পাঠাতে হয়নি। অথচ আজকে যে রোহিঙ্গারা এসেছে তাদের প্রত্যাবাসন করতে পারছে না। এটা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে এমনটি হয়েছে। ’

এমএ হালিমের সভাপতিত্বে ও এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল প্রমুখ।

এমআই