অনিয়ম-দুর্নীতি রোধে ব্যর্থতায় সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা আলমগীর

অনিয়ম-দুর্নীতি রোধে ব্যর্থতায় সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা আলমগীর

দেশকে সরকার জুয়াড়িদের হাতে তুলে দিচ্ছে অভিযোগ করে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করে বিএনপি। সেখানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর বলেন, অনিয়ম-দুর্নীতি রোধে ব্যর্থতায় সরকারের পদত্যাগ করা উচিত বর্তমান সরকার জুয়ারিদের সরকার। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জুয়ার আশ্রয় নিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নির্দেশেই সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে। এই সরকার যেন পাকিস্তানী হানাদারের মত নির্যাতন করছে।

এসময় মন্ত্রীদের ঋণ মওকুফ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এমজে/