শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দিতে শেখ সেলিমের অনুরোধ

শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দিতে শেখ সেলিমের অনুরোধ

শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য নোবেল কমিটিকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রবিবার প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশে তিনি অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন। এখন তিনি মানবতা, গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের নেত্রী। তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে অনুরোধ করছি।’

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন। আমাদের রিজার্ভ তিন বিলিয়ন থেকে ৩৫ বিলিয়নে উন্নীত হয়েছে। রপ্তানি ১০ বিলিয়নের স্থলে ৩৯ বিলিয়নে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় ৪০০ থেকে এক হাজার ৮০০ ডলার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনাময়ী ১২টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে।’

এমজে/