‘সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় সরকার’

‘সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় সরকার’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, বিদ্যমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় সরকার গঠন।

শনিবার রাজধানীর গুলিস্তানে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

তানিয়া রব বলেন, জাতিকে হানাহানি, রক্তপাত থেকে বাঁচার পথ খুঁজতে হবে। জাতীয় সরকার গঠনই পারে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের গৃহীত জিরো টলারেন্স নীতির বাস্তবে কোনো প্রতিফলন ঘটছে না। এটি আইওয়াশ মাত্র।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন- জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী, মহানগর নেতা জিয়াউল হক জিয়া, মহানগর পূর্ব সাধারণ সম্পাদক হাজী মো. আখতার হোসেন ভূঁইয়া, মহানগর উত্তর আহ্বায়ক আবুল মোবারক, মো. মোস্তাক, ইসমাইল হোসেন, জুনায়েদ আহম্মেদ, সোনিয়া পারভীন বন্যা প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম।

এমআই