খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে কথা বলতে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ে যান ঐক্যফ্রন্ট নেতারা। জেএসডি সভাপতি আ স ম রবের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলে বলে সূত্রে জানা গেছে।

এমআই