মেননের সত্য বক্তব্যে বিব্রত নয় ১৪ দল

মেননের সত্য বক্তব্যে বিব্রত নয় ১৪ দল

নির্বাচন নিয়ে শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সত্য বক্তব্যে ১৪ দল বিব্রত নয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কোনও একক ব্যক্তির বক্তব্যে ১৪ দল বিব্রত হবে কেন? এটি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে করা আদর্শিক জোট।’ তবে জোটের বৈঠকে রাশেদ খান মেননের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানান নাসিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ওপর মঙ্গলবার ১৪ দল আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘জোটের বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপর করণীয় ঠিক করা হবে।’

তবে বৈঠকে রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন না। এ বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, তার পার্টির সেক্রেটারি এসেছেন। তিনি কেন আসেননি, তা আমি বলতে পারবো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহবুবের মূল প্রবন্ধের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশের জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারসহ শরিক দলের অন্য নেতারা। এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অধ্যাপক এ আরাফাত বৈঠকে বক্তব্য রাখেন।