মির্জা আলমগীর ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মির্জা আলমগীর ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য গণমাধ্যমকে বলেন, বেলা ১২টা ১০ মিনিটে দেশে ফিরেছেন মির্জা আলমগীর।

এর আরে গত ৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন মির্জা আলমগীর। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে একটি বৈঠকে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যান তিনি। সেখানে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) ওই বৈঠকে যোগ দেন। পরে সেখান থেকেই আজ দেশে ফেরেন।

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। গণতান্ত্রিক দলগুলোর আন্তর্জাতিক এই সংস্থায় বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সদস্য। চলতি বছরের মার্চে বিএনপিকে এই সংস্থার স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এমআই