ঢাকায় জানাযার সময়সূচী ঘোষণা

বুধবার সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা রিজভীর

বুধবার সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা রিজভীর

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামীকাল বুধবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালন করা হবে। নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। একইসাথে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন শরীফ খতমের আয়োজন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরহুম সাদেক হোসেন খোকার লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর একইদিন (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাদেক হোসেন খোকার লাশ সর্বস্তরের জন সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় নামাজে জানাযা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। সেখানে নামাজে জানাযা শেষে বৃহস্পতিবার বাদ আসর গোপীবাগ নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেয়া হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কাজী আবুল বাশার প্রমুখ।

এমজে/