সিলেট যুবদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা, বিদ্রোহীদের সমাবেশ

সিলেট যুবদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা, বিদ্রোহীদের সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আওতাধীন সকল ইউনিট কিমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। শিগগিরিই জেলা যুবদলের সকল ইউনিটের নতুন কমিটি দেয়া হবে। সিলেট জেলা যুবদলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ভেঙ্গে পড়া সিলেট যুবদলকে নতুন করে সাজিয়ে পূরণো জৌলুশে ফিরিয়ে নিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

যুবদল নেতারা দাবী করছেন, সিলেট যুবদল হবে দলের সবচেয়ে বড় একটি শক্তিশালী ইউনিট। আগামীদিনের সকল আন্দোলনে যুবদল রাজপথে থেকে সংগ্রাম করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বর্ধিত সভায় আসা নেতারা।

বুধবার বেলা ২টায় সিলেট জেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নগরীর একটি হোটেলের হল রুমে। জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আহবায়ক কমিটির সদস্য ছাড়াও সভায় বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতারা বর্ধিত সভায় নবগঠিত জেলা যুবদলের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ১৯ বছরের পুরণো সিলেট যুবদলকে ঢেলে সাজানো হবে। সকল ইউনিট কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করার আহবান জানান জেলা যুবদলের নতুন কমিটির কাছে।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাললু বলেছেন, সকল কিছুর উদ্র্ধে উঠে সিলেট যুবদলকে নতুন রুপে সাজানো হবে। দলকে সু-সংগঠিত করার লক্ষে মাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে।

এই কর্মসূচির শুভ উদ্ভোধন করবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। পাশাপাশি জেলা যুবদলের সু-পরিষরে একটি কর্মী সম্মেলনের কথাও জানান তিনি। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিলের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার নগরীর রায়নগরে মহিলা এতিম খানায় দুপুরের খাবার বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম মমিন, আখতার আহমেদ, আশরাফ উদ্দিন ফরহাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, সোহেল আরেফিন।

জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, অলিউর রহমান, জুনেদ আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, গোলাম মোহাম্মদ আব্বাস বাপ্পী, রায়হান আহমদ, আলী আাহমেদ আলম, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামীম, সাইফুল ইসলাম, মতিউর রহমান আফজাল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মালেক, আব্দুল¬াহ আল মামুন হীরা।

বিভিন্ন উপজেলা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার আহবায়ক নুর উদ্দিন, যুবদল নেতা সুরমান খান, কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি খোকন রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সুলেমান তালুকদার, জকিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সম্পাদক মাসুম আহমদ, পৌর শাখার সাহেদুজ্জামান সাহেদ, ফেঞ্চুগঞ্জের সভাপতি মুহিব উদ্দিন বেলাল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, কানাইঘাটের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাজ উদ্দিন সাজু, সাধারন সম্পাদক খস্রুজ্জামান পারভেজ, পৌর শাখার সভাপতি জাকারিয়া হাবিব, সাধারন সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জের আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, যুগ্ন আহবায়ক রিয়াজ আহমদ, ওসমানীনগরের আহবায়ক এ এইচ আহবাব, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, বিয়ানীবাজারের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, দৌলা হুসেন সুভাস, গোলাপগঞ্জের সিনিয়র সহসভাপতি এম মুজিবুর রহমান, সাধারন সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ কাদির, গোলাপগঞ্জ পৌর কমিটির এনামুল হক, গোয়াইনঘাট উপজেলার সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক হাজি আব্দুল খালিক, জৈন্তাপুর উপজেলার আহবায়ক ইমতিয়াজ আলী, যুগ্ন আহবায়ক নুরুল হক।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার কর্মীসভা বুধবার বেলা ২টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার চৌধুরী বলেন, একজন নব্য ব্যাবসায়ী ব্যক্তির মদদে যুবদলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে, আন্দোলন করেছে, বারবার কারাবরণ করেছে তাদেরকে মূল্যায়ন না করে অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে সিলেটের স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয়নাই। জেলা ও মহানগর বিএনপির পদবীধারী ব্যক্তিদের দিয়ে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। যা যুবদল নেতাকর্মীদের জন্য চরম হতাশা জনক। তিনি বলেন, অবৈধ পকেট কমিটি দিয়ে নেতাকর্মীদের আন্দোলন বিমুখ করে দখলকার স্বৈরাচারী সরকারকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্তরাই এই পকেট কমিটি গঠন করেছে।

যুবদল নেতা শফি আহমদ খান ও টিটন মল্লিকের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা আব্দুস সামাদ তুহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দীপু, আলা উদ্দিন আলাই, মন্তাজ হোসেন মুন্না, জয়নাল আবেদীন, আজিজুল হোসেন, মাহবুব আলম, তছির আলী, অর্পন কুমার ঘোষ, নুরুল আলম বাবলু, সাহেদ আহমদ, হাজী মামুন আল রশিদ হেলাল, মুহিবুর রহমান মহির, রুহেল আহমদ রয়েল, আব্দুর রউফ, মোঃ রুনু আহমদ, আলী আহমদ, সাকিল আহমদ খান, মন্টু কুমার নাথ, আব্দুল মজিদ, মাহবুব আলম, রুমেল আহমদ, দিলদার হোসেন শামীম, জিয়াউর রহমান জিয়াব, বাবুল মিয়া, আঙ্গুর আলম, মোজাম্মেল আলম সাদ্দাম, ফয়ছল কামরান হেলন, মিজানুর রহমান ভুইয়া, নজমুল হোসেন, চমক আলী, সাব্বির আহমদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, রুহেল খান, দুলাল আহমদ, সৈয়দ তারেক, বেলাল আহমদ খান, শামীম আহমদ, রওশন খান, সমর আলী, খসরুজ্জামান, কামাল আহমদ, জামিল আহমদ, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, রফিক উদ্দিন, আব্দুস সালাম, গোলাম কিবরিয়া, আব্দুল মান্নান, শাহাজাহান রশিদ সাজু, ইন্তেজার আলী, রুবেল আহমদ রানা, রহমত আলী রকিব, আনোয়ার খান, অজয় দাস, সাজু আহমদ কালাই, রুস্তম আলী ফরাজী, হারুন রশিদ, তোতা মিয়া পাখি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটে যুবদলকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে। নিজের বলয় তৈরী করতে কট্টর গ্রুপিংয়ের মাধ্যমে অযোগ্যদের দিয়ে যুবদলের কমিটি অনুমোদন করিয়েছেন। যার ফলে ত্যাগী কর্মীরা মুল্যায়িত হয়নি। এভাবে কমিটি হলে সিলেটে যুবদলের রাজনীতি ধ্বংসের মুখে পড়বে। বক্তারা বলেন, আওয়ামী এজেন্টরা সিলেট যুবদলের ঐক্য বিনষ্ট করেছে।

কর্মী সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।

এমজে/