সরকারের যোগসাজশেই পেঁয়াজের দাম লাগামহীন: জোনায়েদ সাকী

সরকারের যোগসাজশেই পেঁয়াজের দাম লাগামহীন: জোনায়েদ সাকী

সরকারের যোগসাজশেই পেঁয়াজের দাম লাগামহীন বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেন, আজকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। সরকার লাগামহীন দাম নিয়ন্ত্রণে কেবল ব্যর্থ নয়, সরকার এ ডাকাতির সুফলভোগী।

রবিবার কারওয়ানবাজারে ‘আমরা সাধারণ জনগণ’ আয়োজিত পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। শ্রমজীবী ফিরোজা বেগমের সভাপতিত্বে ‘আমরা সাধারণ জনগণ’ ব্যানারে টিসিবি ভবনের সামনে ছয় দফা দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

সাকী বলেন, শুধু পেঁয়াজই নয়, ওষুধ, চালসহ বাজারের প্রত্যেকটা পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে। পণ্যের দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নেয়া, প্রকল্পের মাধ্যমে টাকা চুরি করা, ভোট ডাকাতি করা সবই একই সূত্রে গাঁথা। যারা ভোট চুরি করে অন্যায়ভাবে ক্ষমতায় বসেছে তাদের অন্যদের চুরি দুর্নীতির বিচার করার নৈতিক শক্তি নেই।

সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন, বাজারে পেঁয়াজের অভাব নেই। অথচ ৩০ টাকার পেঁয়াজ ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ আমদানির পরও দাম কমছে না কেন, এর জবাব সরকারকে দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা গোলাম মোস্তফা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, জাহিদ সুজন, তানভীর হাসান প্রমুখ।