বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এই অবস্থান কর্মসূচির জন্য শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্থান নির্ধারণ করেছিল দলটি। তবে এবার সেই স্থান পরিবর্তন করে নেয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই অবস্থান কর্মসূচি পালিত হবে।

এর আগে সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানিয়েছিলেন, ঢাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

একই দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। এরপর বুধবার অনশন কর্মসূচি পালনের কথা রয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই বেগম খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

(জাস্ট নিউজ/একে/২৩৩৫ঘ.)