শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

মহান বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় শোভাযাত্রা শুরু হবে। মগবাজারে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে বলে বিএনপি নেতারা বললেও পুলিশের সূত্র জানিয়েছে শান্তিনগর মোড় পর্যন্ত তাদের অনুমতি রয়েছে।

ইতোমধ্যেই শোভাযাত্রায় অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। জাকির মহিলা শাখার নেতাকর্মীরা লাল সবুজ রঙয়ের শাড়ি পরে এসেছেন। শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্রাক রয়েছে। অপেক্ষাকৃত সিনিয়র নেতারা এই শোভাযাত্রায় অংশ নেবেন।

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ জানান, এই শোভাযাত্রার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিফলিত হবে। তিনি অভিযোগ করেন সরকারের দমননীতির কারণে গণতন্ত্র আজ অনুপস্থিত।তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে এই শোভাযাত্রায় মাধ্যমে তার প্রতিবাদ ফুটে উঠবে। তিনি বলেন, তাদের এই বিজয় দিবসে শোভাযাত্রা মগবাজারে গিয়ে শেষ হবে।

এমজে/