শামা ওবায়েদের আগাম জামিন

শামা ওবায়েদের আগাম জামিন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নাশকতার সাতটি ও যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুনকে তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আট সপ্তাহের জন্য এ আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সঙ্গে ছিলেন দেবাশীষ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

নিতাই রায় চৌধুরী বলেন, শামা ওবায়েদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালের বিভিন্ন সময়ে রমনা থানায় দায়ের করা সাতটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অন্যদিকে যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুনকে নাশকতার তিন মামলায় জামিন দেওয়া হয়েছে।

যেসব অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার সঙ্গে তাঁদের কোনো সম্পৃত্ততা নেই বলে উল্লেখ করেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শুধু রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এসব মামলা করা হয়েছে

(জাস্ট নিউজ/ওটি/১৬২১ঘ.)