রবিবার ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

রবিবার ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

৩০ ডিসেম্বরের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ‘অনিয়মের’ প্রতিবাদে আগামীকাল রবিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চত করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপিকে নিয়ে ড.কামাল হোসেনের নেতৃত্বে গড়ে উঠা জোটটি।

আগামীকালের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এর মাধ্যমে এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে তার প্রতিবাদে আমরা আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবো।’

আমাদের এ কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা দিলে আমরা তা মানবো না এবং আমাদের এ কর্মসূচি লাগাতার কর্মসূচিতে পরিণত হবে।

আগামীকালের বিক্ষোভ সমাবেশে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনে, জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমূখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

এমজে/