‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গত ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে অভিহিত করে সোমবার দুপুরে কোর্ট গেটের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় তারা গত নির্বাচনে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলে দাবি করে নানা স্লোগান দেন। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন আইনজীবীরা।

এদিকে আইনজীবীদের মিছিলটি যেনো সুপ্রিম কোর্ট সীমানার বাইরে যেতে না পারে সেজন্য গেট আটকে দেয়া হয়। গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এমজে/