৩০ জানুয়ারি সরকার পতন সম্ভব : দুদু

৩০ জানুয়ারি সরকার পতন সম্ভব : দুদু

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২০ সালের ৩০ জানুয়ারি সরকারের বিষ না‌মি‌য়ে দিব। কর্মসূচি দেয়া হ‌য়ে‌ গে‌ছে, ফলাফল ৩০ তা‌রিখ। এখন আর কেউ বল‌বেন না কর্মসূচি দেন। তিনি বলেন, অনেকেই বলেন কর্মসূচি দেন রাস্তায় নামেন। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে সরকার পতনের একটি পথ পাওয়া গেছে। তা হচ্ছে আজ ৪ তারিখ আর সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে ৩০ তারিখ। আর এই ৪ থেকে ৩০ তারিখ অর্থাৎ ২৬ দিনের মধ্যে সরকার পতন করা সম্ভব।

শনিবার জাতীয় প্রেসক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে জিয়া প‌রিষ‌দের উ‌দ্দ্যো‌গে বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা জিয়া প‌রিষ‌দের প্র‌তিষ্ঠাতা চেয়ারম্যান ক‌বির মুরা‌দের স্মর‌ণে নাগ‌রিক স্মরণ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

জিয়া প‌রিষ‌দের সি‌নিয়র ভাইস চেয়ারম্যান প্র‌ফেসর ড. এম স‌লিমুল্লাহ খা‌নের সভাপ‌তি‌ত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহম‌ুদ চৌধুরীসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

দুদু বলেন, কিভা‌বে সম্ভব (সরকার পতন) তাহ‌লো আপনারা সবাই ভোট দিতে যাবেন। রাস্তায় নামেন। এই রাজধানীতে বিএনপি'র কমপক্ষে ৩০ থেকে ৪০ লাখ ভোটার ও সমর্থক আছে। এবং বিএনপি'র ও অঙ্গসংগঠনের কমিটিভুক্ত আছে প্রায় আড়াই লাখ। সবাইকে নামান। এটা ভা‌বেন আপনি নি‌জে নামলে ঢাকাবাসীও নামবে এবং এই ঢাকা শহরকে ঘিরে রাখবে।

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, চোর ঠেকা‌নোর মত করে ঠেকাতে হবে। তাহ‌লে যে সমাবেশ হবে এই সমাবেশের মাধ্যমে সরকারকে নাড়িয়ে দেয়া যাবে। এবং পতনও ঘটতে পারে। তাই এই কয়দিন আর কেউ বলবেন না কর্মসূচি দেন, কারণ কর্মসূচি দেয়া হয়ে গেছে। ফলাফল ত্রিশ তারিখ। এটা চ্যালেঞ্জ হিসেবে নেন যে একটি নির্বাচন একটি সরকারকে কতটা বিপদে ফেলতে পারে। ৩০ তারিখে ২০২০ শে বিষ নামিয়ে দেব সরকারের এটা মাথায় নেন তাহলে কবির মুরাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এমজে/