অনিরাপদ ঢাকাকে নিরাপদ বানাতে চাই : ইশরাক

অনিরাপদ ঢাকাকে নিরাপদ বানাতে চাই : ইশরাক

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি'র মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, আগামীতে অনিরাপদ ঢাকাকে নিরাপদ শহরে পরিণত করতে চাই। একইসাথে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করারও ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুর্মিটোলায় ঢাবির ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনের অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক আরো বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় আসায় সরকার জনগণের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনবান্ধন ও নগরবান্ধন মেয়র নির্বাচিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্থী আমীর খসরু মাহমুদ, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শরাফত আলি সপু, শিরিন সুলতানা প্রমুখ।

এমজে/