সরকারের মুখে উন্নয়নের বুলি, নগরবাসী টেক্স দিয়েও সেবা পাচ্ছে না: তাবিথ

সরকারের মুখে উন্নয়নের বুলি, নগরবাসী টেক্স দিয়েও সেবা পাচ্ছে না: তাবিথ

সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে ৩০ জানুয়ারী বিজয় নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। কাউন্সিলর প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প উদ্ভোধন করে আজ শনিবার তিনি এ আহবান জানান।

এর আগে সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উত্তরার জয়নাল মার্কেট থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি আজমপুর হয়ে চৈতি গার্মেন্টস, উত্তরখান মাজার, ময়নার টেক, মাস্টার বাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ চৌরাস্তায় জনসংযোগ করবেন।

গতকাল রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১নং রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে ধানের শীর্ষের প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, এই সরকারের মুখে উন্নয়নের বুলি বাস্তবে কোন উন্নয়ন হচ্ছে না। চলছে সন্ত্রাস দুর্নীতি লুটপাট আর অপশাসন। নগরবাসী টেক্স দিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয় করে সরকারের সকল অপকর্মের জবাব দিবেন।

তিনি বলেন, ভোটাররা দুর্নীতি অপশাসন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করবো। ঢাকাকে বাঁচাতে আমাদের সকল পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে।

এ সময় তাবিথের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদল ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেয়ান মো. নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।