নির্বাচন কমিশনকে কুক্ষিগত করা হয়েছে: মির্জা আলমগীর

নির্বাচন কমিশনকে কুক্ষিগত করা হয়েছে: মির্জা আলমগীর

নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনও ধরনের সত্য সংবাদ প্রকাশ করতে পারছে না সংবাদকর্মীরা। সরকার পুলিশ বাহিনী ও র্যাব দিয়ে অতীতে নির্বাচন করেছিল। এবারও সেই বাহিনী দিয়ে নির্বাচন করতে চাচ্ছে।’

বৃহস্পতিবার বিকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক সংকটের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু সেই স্বপ্ন ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।’

মির্জা আলমগীর বলেন, ‘একাত্তরের আগে বহিঃশত্রু দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন দেশের ভেতরে ঘরের শত্রু জনগণকে শোষণ করছে। তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশে শুরু হয়েছে ব্যাংক, শেয়ারবাজার ও ভোট চুরি।’

মির্জা আলমগীর আরো বলেন, ‘প্রকাশ্যে দেশে খুন, হত্যা, ধর্ষণের উৎসব শুরু হয়েছে। আর ঘুষ ছাড়া তো কোনও কাজই হয় না। এ জন্য কি দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল?’

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। সরকার নিজের দোষ ঢাকতে তাকে জেলে আটকে রেখেছে।’

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অনেকে।