আজও রায়ের কপি পেলেন না খালেদা জিয়ার আইনজীবীরা

আজও রায়ের কপি পেলেন না খালেদা জিয়ার আইনজীবীরা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার হয়রানিমূলক রায়ের সার্টিফাইড কপি আজও হাতে পান নি তার আইনজীবীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, রায়ের নকলের কপিটা মূল কপির সঙ্গে মিলিয়ে দেখার কাজ অর্ধেক শেষ হয়েছে। আদালত জানিয়েছেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়া যাবে আগামী রবি বা সোমবার।

বিএনপির অপর আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে আটক রাখার জন্য সরকার ইচ্ছেকৃতভাবে অনুলিপি দিতে দেরি করছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই।

বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম হোসেন জানান, ৬৩২ পাতার রায় এতো কম সময়ে সার্টিফায়েড কপি সরবরাহ করা কষ্টকর। আমরা চেষ্টা করছি দ্রুত করতে। এর আগে গত সোমবার আদালতে ৩ হাজার ফলিও (যে কাগজে রায়ের নকল দেওয়া হয়) জমা দেন তার আইনজীবীরা।

(জাস্ট নিউজ/একে/২০৩০ঘ.)