কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ তাবিথের

কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ তাবিথের

ভোটের শুরুতেই শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় তাবিথ আউয়াল বলেন, ভোট শুরুর পরই অনেক অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

তিনি বলেন, ১৮ নম্বর ওয়ার্ডেরে কালাচাঁদপুর হাইস্কুল কেন্দ্রে ইভিএম নষ্ট হয়েছে। এখনও ঠিক হয়নি।

এছাড়া অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তাবিথ আউয়াল।

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ভোটের পরিবেশ দেখে মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না। তবে আমি হাল ছাড়ছি না। আমাদের মনোবল ভাঙেনি। জনগণ আমাদের শক্তি। তাদের নিয়েই আমরা নির্বাচনের মাঠে লড়ে যাব।

এমজে/